‘নারীরা কী পরে বাইরে যাচ্ছেন, তা নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন’

‘নারীরা কী পরে বাইরে যাচ্ছেন, তা নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন’

কাজের পাশাপাশি নিজেদের ব্যক্তিজীবনের নানা মুহূর্তের আপডেটই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। সেসবের জন্য প্রশংসা যেমন পান, তেমনি তার বিপরীতে একদল নিন্দুক সব সময় প্রস্তুত থাকে কুমন্তব্য করতে। বিশেষ করে নারী তারকাদের প্রায়ই কুরুচিকর আক্রমণ ও কটাক্ষের শিকার হতে হয়।

এই ধরনের সমালোচক এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি।

তার দাবি, সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি অশ্লীল মন্তব্য বা আক্রমণকে রাস্তায় শ্লীলতাহানির চেষ্টার মতোই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।সাম্প্রতিক এক মন্তব্যে নিজের ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আছে, যারা প্রথমে আমাকে বিকিনি পরা ছবি পোস্ট করার কথা বলে। আর আমি যদি সত্যি পোস্ট করি, তখন তারাই আবার মন্তব্য করে, ‘এসব কী করছেন?’ এই ধরনের দ্বিমুখী আচরণ যেমন বিরক্তিকর, তেমনই অত্যন্ত দুঃখজনক।”

Huma Qureshi looks fiery in bold red a cutout gown as she attends Monica O my Darling success party : Bollywood News - Bollywood Hungama

রাস্তাঘাটে কোনো নারীকে কুমন্তব্য বা উত্ত্যক্ত করলে যেমন শাস্তি দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই ধরনের শাস্তির বিধান থাকা উচিত বলে মনে করেন তিনি।

হুমার কথায়, ‘কোনো তফাত থাকা উচিত নয়। যদি আপনি আমার ইনবক্সে অশ্লীল ছবি বা কুরুচিকর মন্তব্য পাঠান, তাহলে আপনারও শাস্তি হওয়া উচিত।’

সর্বশেষে অভিনেত্রী বললেন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই নারীরা কী পরে বাইরে যাচ্ছেন, তাদের মেকআপ, তাদের জীবনশৈলী, তাদের কাজ, রাতে কখন বাড়ি ফিরছেন—এসব নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *